মাস্টার আব্দুল বাছেদ মিয়া স্মৃতি ফাউন্ডেশন গঠনের পর পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ২০০৫ সালে প্রতিষ্ঠিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ যা ২০০৬-০৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শুরু হয় কলেজ কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল টাঙ্গাইল জেলায় তৃতীয় স্থান ও কালিহাতী উপজেলায় ১ম স্থান অধিকার এবং ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত শতভাগ পাসের হার অর্জনসহ সকল ক্ষেত্রেই সাফল্যের অগ্রযাত্রা চলমান। উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের সেরা মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এ কলেজ টাঙ্গাইল জেলাসহ সারা দেশে সুখ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। এ পটভূমিতে সম্পূর্ণ রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশে তরুণ, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা জাতীয় শিক্ষানীতির আলোকে সর্বোত্তম বার্ষিক কোর্স পরিকল্পনার মাধ্যমে পাঠদান। এছাড়াও দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ অগ্রসর হচ্ছে দেশ সেরা হওয়ার প্রত্যয়ে।

১. শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করা। ২. কর্মজগতে অংশগ্রহণের জন্য, বিশেষ করে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, একটি পর্যায়ের প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন ব্যক্তিরূপে শিক্ষার্থীকে তৈরি করা। ৩. মানসম্পন্ন শিক্ষাদান করে প্রাথমিক স্তরে প্রাপ্ত মৌলিক জ্ঞান সম্প্রসারিত ও সুসংহত করা। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে মানসম্পন্ন উচ্চ শিক্ষার ভীত শক্ত হবে। ৪. শিক্ষাকে ব্যাপক ভিত্তিক করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষার উপর জোর দেওয়া, শ্রমের প্রতি শিক্ষার্থীদেরকে শ্রদ্ধাশীল ও আগ্রহী করে তোলা এবং শিক্ষার স্তর নির্বিশেষে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জনে সমর্থ করা।

সম্পূর্ণ রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশে মেধাবী, আন্তরিক ও সৃজনশীল পদ্ধতিতে জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সমন্বয়ে পাঠদান। কলেজের নির্ধারিত ব্যাজ সম্বলিত ইউনিফর্ম পরিধান করে শিক্ষার্থীদের কলেজে প্রবেশ করতে হয়। শিক্ষার্থীদের গুচ্ছাকারে রাখার জন্য গাইডে বিভক্তি করণ। সাময়িক পরীক্ষার পাশাপাশি, নিয়মিত ক্লাস টেস্ট, নির্ধারিত সময়ে টিউটোরিয়াল মডেল টেস্ট গ্রহণ এবং প্রতিটি পরীক্ষার ফলাফল রিপোর্ট আকারে অভিভাবক সমাবেশের মাধ্যমে প্রকাশ। কলেজ প্রতিষ্ঠার পর হতে বিগত পাবলিক পরিক্ষায় ধারবাহিকভাবে কালিহাতী উপজেলায় ও টাঙ্গাইল জেলায় শীর্ষ স্থানসহ অভূতপূর্ব সাফল্য অর্জন। কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধাসহ আবাসিক ব্যবস্থা।