আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে মাস্টার আব্দুল বাছেদ মিয়া স্মৃতি ফাউন্ডেশন গঠনের পর পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ২০০৫ সালে প্রতিষ্ঠিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ যা ২০০৬-০৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শুরু হয় কলেজ কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল টাঙ্গাইল জেলায় তৃতীয় স্থান ও কালিহাতী উপজেলায় ১ম স্থান অধিকার এবং ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত শতভাগ পাসের হার অর্জনসহ সকল ক্ষেত্রেই সাফল্যের অগ্রযাত্রা চলমান। উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের সেরা মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এ কলেজ টাঙ্গাইল জেলাসহ সারা দেশে সুখ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। এ পটভূমিতে সম্পূর্ণ রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশে তরুণ, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা জাতীয় শিক্ষানীতির আলোকে সর্বোত্তম বার্ষিক কোর্স পরিকল্পনার মাধ্যমে পাঠদান। এছাড়াও দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ অগ্রসর হচ্ছে দেশ সেরা হওয়ার প্রত্যয়ে।